উখিয়ায় ইয়াবাসহ ১ রোহিঙ্গা মাদক কারবারি আটক।
রাজীব আইচ, উখিয়া উপজেলা প্রতিনিধি।
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প গুলো যেন দিন দিন মাদকের কারাখানায় পরিনত হচ্ছে। গত ১মাস ধরে আইন শৃংখলা বাহিনী অনেক মাদককারবারিকে আটক করেন। প্রতিদিন অভিযান পরিচালনা করছে উখিয়া থানার পুলিশ বাহিনী। তারই ধারাবাহিকতায়
২৯ এপ্রিল দিবাগত রাত অনুমান ১০ টা ১৫ মিনিটের সময় উখিয়া থানা পুলিশের একটি অভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকা হতে উখিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারি আটক হয়েছে। জিজ্ঞাসা বাদে জানা যায়, আটককৃত আসামির নাম মোহাম্মদ হোসেন (২২) তার বাবার নাম মৃত আবুল কালাম।
সে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ডব্লিউ ব্লক সি/৫ এর আশ্রিত রোহিঙ্গা। তার নিকট থেকে ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
উক্ত এই ক্যাম্প থেকে বেশিরভাগ মাদক কারবারি আটক করা হচ্ছে। উখিয়ার স্থানীয় জনগন মনে করেন রোহিঙ্গারা ইয়াবা ব্যবসার সাথে যেভাবে যুক্ত তাতে করে উখিয়ার উপজেলাকে তারা মাদকের ঘাঁটিতে রুপান্তরিত করছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ।
Leave a Reply