উখিয়ায় ইয়াবা নারীসহ আটক ২
রাজীব আইচ, উখিয়া উপজেলা প্রতিনিধি।
উখিয়ায় মাদকদ্রব্য স্বামী স্ত্রীকে আটক করেছে উখিয়া থানার পুলিশ। ২৩ ই এপ্রিল শুক্রবার রাত আনুমানিক ২টা দিকে ৭০৫০ পিচ ইয়াবা ও নগদ ৪০ হাজার ৫ শত টাকাসহ তহিনা বেগম (৩৩) স্বামী জালাল উদ্দিন (৪০) ছালা উদ্দিন সাং রাজাপালং ইউনিয়ন এর মুহুরীপাড়া নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
উখিয়া সদরে এতো বড় মাদ্রকের চালান বা ইয়াবার ব্যবসা কেন্দ্র হবে কেউ ভাবতেও পারে নি। স্থানীয় জনগনের সাথে কথা বলে জানা গেছে তারা আগে থেকে এই ব্যবসার সাথে জড়িত ছিলো। কিন্তু যেহেতু মাদক ব্যবসায়দে ক্ষমতা এই এলাকায় প্রভাব বেশি তার জন্য কেউ কিছু বলার সাহস পেতো না। মুহূরীপাড়ার মতো একটি শিক্ষিত সমাজে ইয়াবার রাজত্ব গড়ে তুলে ছিলো তারা। এলাকায় সাধারণ জনগন উখিয়া থানার পুলিশ কে মাদক নিয়ন্ত্রণের জন্য সাহসী প্রশংসা জানান। সবাই আশা করেন ইয়াবার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের এই অভিযান যেন অব্যাহত থাকে। বর্তমানে আসামি দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply