এতিমখানা ও লিল্লাহ বেডিং এ অনুদান দিলেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন

 

জুলফিকার আলী,বিশেষ প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য
আলহাজ্ব শেখ আমজাদ হোসেন জামেয়া নূরে মদিনা বালক/বালিকা কওমী মাদরাসা
এতিমখানা ও লিল্লাহ বেডিং এবং সায়েরা খাতুন একাডেমিক ভবনে ব্যক্তিগত
অনুদান দিলেন। সোমবার (১৩ফেব্রুয়ারী) সকালে ওই অনুদান প্রদানকালে উপস্থিত
ছিলেন-কলারোয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তোফাজ্জেল হোসেন মানিক, নূরে
মদিনা বালক/বালিকা কওমী মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বেডিং এর সুপার
মাওলানা নুর মোহাম্মাদ, মাদরাসার সদস্য আব্দুস সোবহান গাজী, ব্যবসায়ী
সাঈদ হোসেন প্রমুখ। উল্লেখ্য-যশোর জেলার কেশরপুর উপজেলার এস.এস.এম জি
বরণডালী জামেয়া নূরে মদিনা বালক/বালিকা কওমী মাদরাসা এতিম খানা ও লিল্লাহ
বেডিং এবং সায়রা খাতুন একাডেমিক ভবনে ওই অনুদান দেন সাতক্ষীরা জেলা পরিষদ
সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।