ঐতিহ্যবাহী বাংলা স্কুলের বার্ষিক বনভোজন অনুষ্ঠানে পৌর মেয়র

—————————————————————
পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের বিনোদনের
বিষয়টিও স্কুল কর্তৃপক্ষকে চিন্তা করতে হবে
============================
মোঃ জাহিদ হোসেন, প্রতিনিধি ॥ দিনাজপুর পৌরসভার মেয়র ও দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের বিনোদনের বিষয়টিও স্কুল কর্তৃপক্ষকে চিন্তা করতে হবে। মেধার বিকাশের জন্য যেমন পড়াশুনার প্রয়োজন ঠিক তেমনই শরীর ও মন কে সুস্থ্য রাখতে বিনোদনের প্রয়োজন রয়েছে।
১২ মার্চ রবিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) প্রতিবছরের ন্যায় এবারেও স্কুলের শিক্ষার্থীদের নিয়ে স্কুল চত্বরে “আনন্দের সন্ধানে, ফূর্তি করবো মন খুলে…….” Ñশীর্ষক বার্ষিক বনভোজন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল)’র প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপার ভাইজার নির্মল কুমার রায়, সাবেক প্রধান শিক্ষক মোঃ সমসের আলী, মোঃ ইউসুফ আলী, স্বারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজুমান আরা মিলি। এছাড়াআরোও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক দেলওয়ার হোসেন, দিনাজপুর পৌরসভার একাউন্ট অফিসার মোঃ আবু জাহেদ, হিসাব রক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষক শাহ্ আলম, সুবর্ণা সরকার ও আক্তারুল ইসলাম রাঙ্গা। জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, বাংলা স্কুলের এক সময়কার ঐতিহ্য অবার ফিরে আসতে শুরু হয়েছে। শিক্ষকবৃন্দদের অক্লান্ত পরিশ্রম এবং ম্যানেজিং কমিটির সহযোগিতার কারণে স্কুলটির শিক্ষাসহ বিভিন্ন কার্যক্রম গতিশীলতা ফিরে পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *