কক্সবাজারে রেড জোনের আওতাধীন কুতুপালং বাজারে স্থানীয় ও রোহিঙ্গাদের উপচেপড়া ভিড়।

কক্সবাজারে রেড জোনের আওতাধীন কুতুপালং বাজারে স্থানীয় ও রোহিঙ্গাদের উপচেপড়া ভিড়।

আব্দুল আইয়াছ,
কক্সবাজার জেলা প্রতিনিধি

করোনার দ্বিতীয় ঢেউ আবারও দেশে প্রভাব ফেলেছে খুব দ্রুত হারে। কক্সবাজারে মধ্যে উখিয়া উপজেলা যেন হটস্পটে পরিণত হয়েছে।ফলে অন্যান্য উপজেলার চেয়েও উখিয়াতে বেশি করোনা পজেটিব রোগী পাওয়া যাচ্ছে।এরই প্রেক্ষিতে গত ২ দিন আগে উখিয়া উপজেলা প্রশাসন সদর ইউনিয়নের ২’৫’৬ ও ৯ নং ওয়ার্ড রেড জোন ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় উখিয়ায় রেড জোনের আওতায় থাকা উখিয়া সদর স্টেশনের কিছু কিছু দোকানপাট বন্ধ থাকলেও , কুতুপালং বাজারের বেহাল দশা। দূরত্ব বজায় রাখা তো দূরের কথা,বাজারে মানুষের উপচেপড়া বেশ ভিড় দেখা যাচ্ছে। তার মধ্যে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত এই বাজারের অবস্থা সবচেয়ে করুণ। এখানে রেডজোন নেই বললেই চলে, প্রায় দোকানপাট খোলা এবং দোকান গুলোতে জনতার উপচে পড়া ভিড়, মুখে নেই মাস্ক,নেই সামাজিক দূরত্ব বজায় ।বাজারে গেলে বোঝার উপায় নেই এখানে রেড জোন চলছে।যে যেভাবে পারে বিভিন্ন অজুহাতে বের হয়ে যাচ্ছে বাজারে। এর মধ্যে রেড জোন কি তা দেখার জন্যই অনেকে বাইরে বের হচ্ছে এমনটা শুনা গেছে। স্থানীয় প্রশাসন বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারের নির্দেশনা বাস্তবায়নের জন্য। কিন্তু যতক্ষণ প্রশাসন রাস্তায় থাকে ততক্ষণ জনগণ আড়ালে লুকিয়ে থাকে। প্রশাসন অন্য স্থানে চলে গেলেই আবার সেই চিরচেনা রুপে ফিরে যায়। যেন জনতা ও পুলিশের মধ্যে চোর পুলিশ খেলা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *