কক্সবাজারে লকডাউন চলছে-মাঠে আছে সেনাবাহিনী ।

কক্সবাজারে লকডাউন চলছে-মাঠে আছে সেনাবাহিনী ।

বাংলাদেশে গত দুই সপ্তাহে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় ১লা জুলাই বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের জন্য ‘সার্বিক কার্যাবলি/চলাচলে’ নতুন ২১ দফার বিধি-নিষেধ জারি করেছিলো মন্ত্রণালয়।

অতি প্রয়োজন ব্যতীত’ বাড়ির বাইরে বের হলে ‘আইনানুগ ব্যবস্থা’ গ্রহণ করা হবে বলে জানিয়েছিলো কর্তৃপক্ষ।

এরই প্রেক্ষিতে কক্সবাজারে চলছে পুরোদমে লকডাউন-মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। আজ ২জুলাই (শুক্রবার) নগরীর বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর সদস্যরা গুটিকয়েক পথচারীদেরও নানা প্রশ্ন করছে এবং তাদের বাইরে থাকার কারণ জানতে চাচ্ছে । পাশাপাশি পুলিশ প্রশাসনও কাজ করছে।

প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়িভাবে নির্দেশ দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। পুরো শহরে যানবাহন চলাচল শূন্যের কোটায়। এছাড়াও সার্বক্ষণিক তদারকি করছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার।

এদিকে লকডাউনে বন্ধ রয়েছে প্রায়ই সব ধরনের দোকানপাট। অতি প্রয়োজনীয় মুদি দোকান খোলা থাকে বিকাল -৫.০০টা পর্যন্ত। প্রশাসন কড়াকড়িভাবে এই লকডাউন বাস্তবায়নে মাঠে আছে এবং থাকবে বলে জানা গেছে।