কবিতা
সত্যের পথে
সোনালী দে
বিপদ যতই আসুক ধেয়ে
করিস নেকো তারে ভয় ,
চলার পথে সেই যে তোকে
সঠিক পথে চলতে শেখায় ।
মরার আগে যে জন মরে
বাঁচার আশা তার কি রয়,
অন্ধকারে ভূত দেখে যে
ভূত তো তারই পিছে ধায়।
স্বপ্ন যেথায় বাসা বাঁধে
আঁধার রাতের আঙিনায়,
নতুন করে সেই তো তোকে
জীবন জয়ের আলো দেখায়। সংকোচেতে শক্তি ক্ষয়
উদ্দামতা ধুলাই লুটায় ,
দুর্বলতা করতে জয়
সত্য -ন্যায়ের সঙ্গ চাই।
Leave a Reply