কলারোয়ায় আ’লীগের সভাপতির উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

 

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মিজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন” শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙ্গিন” এই প্রতিপাদ্যকে সামনে রোখে ১৭মার্চ দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা সরদার আমজাদ হোসেন, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আ’লীগ নেতা পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, আ’লীগ নেতা মাস্টার জাহাঙ্গীর হোসেন, আবু বক্কর সিদ্দিক লাভলু, প্রভাষক সোলায়মান হোসেন, সরদার কামরুজ্জামান সোহাগ, আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, সাহেব আলী, মহিলা আলীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রতœা, মহিলা আ’লীগ নেত্রী রহিমা বেগম কাজল, যুবলীগ নেতা শেখ মাছুমুজ্জামাস মাসুম সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে আ’লীগের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *