কলারোয়ায় জাতীয় দৈনিক আমার সময় পত্রিকার ৮ম বর্ষপূর্তি উদযাপিত

 

দেলোয়ার হোসেন কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরা কলারোয়ায় সাংবাদিকদের মিলন মেলা আমাদের ইচ্ছে থাকলে যেমন নদীর স্রোত ও সময়কে ধরে রাখতে পারিনা ঠিক তেমনই বাংলাদেশের স্বনামধন্য জাতীয় পত্রিকা দৈনিক আমার সময়, পত্রিকা ৮ম বছর পার করে আজ ৯তম বছরে পদার্পণ।মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১২ টায় কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স (২য় তলা) কেক কেটে আলোচনার মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত করা হয়। জাতীয় দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক তরিকুল ইসলামের সভাপতিত্বে উদ্ যাপিত হয় জাতীয় দৈনিক আমার সময় পত্রিকা ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা-র অনুপস্থিতিতে আসন গ্রহণ করেন সিনিয়র সাংবাদিক কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রধান আলোচক বাংলাদেশ প্রেসক্লাব কলারোয়া শাখার আহ্বায়ক ও পৌর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক সরদার জিল্লুর রহমান ,বিশেষ অতিথি,পৌর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী,  ধানদিয়া প্রেসক্লাবের সভাপতি ও বঙ্গটিভি জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান মিজান  ,সাংবাদিক নাজমুল হোসেন, মানব উন্নয়ন সংস্থা পরিচালক, আব্দুর রহমান,সাংবাদিক সুজাউল হক,সাংবাদিক সেলিম খান,সাংবাদিক দেলোয়ার হোসেন,ডাঃশাহরিয়ার আহমেদ ,সাংবাদিক তরিকুল ইসলাম,সাংবাদিক আরাফাত হোসেন,মেহেদী হাসান,রায়হান, সাংবাদিক সহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দরা স্বাগত বক্তব্য রেখে বলেন সাংবাদিকতা একটা মহৎ পেশা এর দায়িত্ব সঠিক ভাবে পালন করা সাংবাদিকের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।আরও অনেক ধরনের সচেতনামূলক সাংবাদিকদের বিশেষ দায়িত্ব পালনের কথা উপস্থাপন করেন তুলে ধরেন।পবিত্র কুরআন তেলাওয়াত করেন এম এ মামুন হোসাইন আজাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক তরিকুল ইসলাম দৈনিক আমার সময় জেলা প্রতিনিধি।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আসাদুজ্জামান।উল্লেখ্য পুরো অনুষ্ঠানটি মনে হয়েছিল এ যেনো কলারোয়া উপজেলায় সাংবাদিকদের একটি সমারোহ মুহূর্ত।