শেখ রাজু রায়হান কলারোয়া প্রতিনিধি।।
বঙ্গবন্ধুর দর্শন -সমবায়ে উন্নয়ন, সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় জাতীয় ৫২ তম সমবায় দিবস পালন করা হয়েছে।
শনিবার (০৪ নভেম্বর) সকালে এ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়েজন করেছে কলারোয়া উপজেলা প্রশাষন ও সমবায় বিভাগ।
কলারোয়া উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) কৃঞ্চা রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিআরডিবি এর চেয়ারম্যান আব্দুল গফুর, সদ্য অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আলহাজ্ব নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি সহ সকল প্রকার সমবায় সমিতির কর্মকর্তাগন।
আলোচনা অনুষ্ঠানের আগে জাতীয় ও সমবায়’র পতাকা উত্তোলন করেন এবং একটি মনোজ্ঞ শোভাযাত্রায় অংশ গ্রহন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
আলোচনা সভার শুরুতেই পবিত্র কুরআন তেলওয়াত করেন কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শরিফুল ইসলাম।
বাইবেল ও গীতা পাঠ করা হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা অনিমেশ কুমার দাস স্বাগত বক্তব্য রাখেন।
পরবর্তিতে সমবায়ীদের মধ্যে সমবায়ী তবিবর রহমান ও মহিলা সমবায়ীদের মধ্যে মনোয়ারা বেগম বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে ঝিকরা সিমান্ত বহুমুখী সমবায় সমিতির সভাপতি আল আমিন হোসেন, কাজিরহাট স্বপ্ন কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আতাউর রহমান, কলারোয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমবায় সমিতির সভাপতি কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শরিফুল ইসলাম, কাজিরহাট আলোর দিশা কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, ও কলারোয়া উপজেলা কেন্দ্রীয সমবায় এসোসিয়েশন লিঃ (বি আর ডি বি) এর সভাপতি আব্দুল গফুরকে ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সমবায় অফিসের সহকারী পরিদর্শক মৌসুমী আক্তার ও পরিমল কুমার দাস।
সমবায়ী আবুল কালাম আজাদ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন।
Leave a Reply