কলারোয়ায় পরিচিত মুখ সাবেক অধ্যক্ষ মুহাদ্দিস আব্দুস সালাম আর নেই

 

সংবাদদাতাঃ কলারোয়ার সবার অতি প্রিয় মুখের মানুষ, সাতক্ষীরার আগরদাঁড়ি কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুহাদ্দিস আব্দুস সালাম (৭০) আর নেই। বুধবার সকাল ৮ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সহধর্মিণী, ১ পুত্র, ১ কন্যা, অসংখ্য আত্মীয়-স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বাড়ি কলারোয়া পৌরসভার ১নং ওয়ার্ডের তুলসীডাঙ্গা (পশ্চিম) গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে তিনি আকস্মিক ষ্টোকে আক্রান্ত হলে প্রথমে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের সকল প্রচেষ্টা চলমান থাকার পরও বুধবার সকাল ৮ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি সাতক্ষীরাসহ কলারোয়াব্যাপী আপামর মানুষের কাছে অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তি ছিলেন। পবিত্র কোরআন ও হাদিসের উপর তাঁর পাÐিত্য ছিল সর্বজনবিদিত। জানা যায়-মুহাদ্দিস আব্দুস সালাম কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে কামিল ডিগ্রী ও দেওবন্দ মাদ্রাসা থেকে হাদিসের উপর সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন। এছাড়া ব্যক্তি হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত অমায়িক, উদার ও পরোপকারী। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকাহত হয়েছেন এলাকার সকল বয়সী মানুষ। যার প্রমাণ মেলে তাঁর জানাযায় শরিক হওয়া বিপুল মানুষের উপস্থিতিতে। বুধবার আছরের নামাজের পর মরহুমের বাসভবন সংলগ্ন একটি স্থানে অনুষ্ঠিত নামাজে জানাযাপূর্ব আলোচনা করেন ও উপস্থিত ছিলেন কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বারি, কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আরাফাত হোসেন, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আইয়ুব হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু বকর সিদ্দিক, অধ্যাপক আব্দুল মজিদ, অধ্যাপক গোলাম জাকারিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ বিশ্বাস, ডা: রেজাউল করিম রেজা, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আব্দুল আলিম, সহকারী প্রধান শিক্ষক আলমগীর আজাদ, বদরুজ্জামান, সহকারী শিক্ষক আব্দুল জব্বার, ক্রীড়া ব্যক্তিত্ব রমজান আহমেদ, আলমগীর হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *