কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত

তরিকুল ইসলাম (তারেক) খুলনা ব্যুরো

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার গৌরবোজ্জ্বল ‘কলারোয়া পাক হানাদার মুক্ত’ দিবস পালিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আয়োজিত পাক হানাদার বাহিনী মুক্ত এই দিবসের আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন সম্মেলন কক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’র প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ নাসিরউদ্দিন মৃধা, মহান মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলি, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, করারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্হামান আসাদ, দপ্তর সম্পাদক ও এশিয়ান টিভির জাহাঙ্গীর আলম লিটন। সিমান্ত প্রেসক্লাবের ধর্মীয় ও প্রচার সম্পাদক তরিকুল ইসলাম (তারেক),তালাশ টাইমস এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি নাজমুল হাসান, দৈনিক ভোরের কিরণ এর এডিটর মেহেদি হাসান, ধানদিয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান। ও অন্যান্য সাংবাদিকবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ। এর আগে দিবসের সূচনায় সকাল ৮ টায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে সকাল ১০ টায় একাত্তরের বেশে মুক্তিযোদ্ধা-জনতার বিজয় শোভাযাত্রা বের হয়। ।
ছবি আছে: একাত্তরের বেশে বিজয় শোভাযাত্রা।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *