কলারোয়ার আদম ব্যবসায়ী জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন।

শেখ রাজু রায়হান কলারোয়া প্রতিনিধি।।
সাতক্ষীরার কলারোয়ার ওফাপুরে আদম ব্যবসায়ী
জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রামবাসী মানববন্ধন করেছে। সোমবার (৬নভেম্বর)
দুপুরের দিকে ওফাপুর গ্রামবাসী রাস্তার পার্শ্বে ওই মানববন্ধন করে। এসময়
গ্রামবাসী মানববন্ধনে উপজেলার ওফাপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে আদম
ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বিচার দাবী করেন। তারা বলেন-আদম ব্যবসায়ী
জাহাঙ্গীর আলম উপজেলার যুগিখালী ইউনিয়নের ওফাপুর গ্রামের অসহায় নারী
রেক্সেনা খাতুন, শাহিদা খাতুন, তাসলিমা খাতুন, আনোয়ারা খাতুন, শাহনাজ
বেগমসহ তাদের পরিবারের ৭জনের নামে একের পর এক মামলা দিয়ে হয়রানী করে
আসছে। তার প্রতিবাদে মাববন্ধন করেছে গ্রামবাসী। রেক্সেনা খাতুন, শাহিদা
খাতুন, তাসলিমা খাতুন, আনোয়ারা খাতুন, শাহনাজ বেগমের দীর্ঘ ৪৫বছর যাবৎ
বসবাস করা জমি হঠাৎ আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সেই জমি দখল নিতে মরিয়া
হয়ে উঠেছে। বাধা দিতে গেলে সে বিভিন্ন ভাবে হামলা ও মামলা দিয়ে আসছে। এর
পর থেকে আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম কলারোয়া থানায় জিডি, সাতক্ষীরা
কোর্টে মামলা সহ বিভিন্ন স্থানে দরখাস্ত দিয়ে ওই ৫ নারী ও গ্রামবাসীদের
হয়রানী করে আসছে। এঘটনার প্রতিবাদে গ্রামবাসী মানববন্ধন করে আদম ব্যবসায়ী
জাহাঙ্গীর আলমের বিচার দাবী করেন। একই সাথে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা ও
হয়রানীমূলক মামলা প্রত্যহারের দাবী করেন তারা।