কলারোয়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে মাস্ক বিতরণ

কলারোয়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে মাস্ক বিতরণ

আসাদুজ্জামান আসাদ সিনিয়র স্টাফ রির্পোটারঃ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও জনসচেতনতা বাড়াতে সাতক্ষীরার কলারোয়ায় পৌরসদরে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০এপ্রিল) সকাল ১০টায় কলারোয়া উপজেলার মোড়ে যশোর-সাতক্ষীরা মহা সড়কের ধারে ওই মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়। মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন- শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রইচ উদ্দীন, আশফাকুর রহমান বিপু, হারুন অর রশিদ, পবিত্র কুমার সরকার, রফিকুল ইসলাম, জয়গুন নেছা পুতুল, উম্মে কুলসুম অশ্রু, হাবিব বিল্লাহ, এ্যাড. কামাল রেজা, আবুল খায়েরসহ প্রমুখ। রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা বলেন, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও অফিসে আসা সেবাগ্রহীতারা বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করবেন। সরকারি ও বেসরকারি হাসপাতালসহ সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে আসা সেবাগ্রহীতারা আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করবেন। শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। শপিংমল, বিপণি বিতান ও দোকানের ক্রেতা-বিক্রেতারা আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করবেন। হাট-বাজারে ক্রেতা-বিক্রেতারা মাস্ক ব্যবহার করবেন। মাস্ক পরা ছাড়া ক্রেতা-বিক্রেতারা কোনো পণ্য ক্রয়-বিক্রয় করবেন না। গণপরিবহনের (সড়ক, নৌ, রেল, আকাশপথ) চালক, চালকের সহকারী ও যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। গার্মেন্টস ফ্যাক্টরিসহ সব শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। হকার, রিকশা ও ভ্যানচালকসহ সকল পথচারীর মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। হোটেল ও রেস্টুরেন্টে কর্মরত ব্যক্তি এবং জনসমাবেশে মাস্ক ব্যবহার আবশ্যিক। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। বাড়িতে করোনা উপসর্গসহ কোনো রোগী থাকলে পরিবারের সুস্থ সদস্যেরা মাস্ক ব্যবহার করবেন এবং সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে ভর্তি করবেন।