কলারোয়ায় কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি ককটেল উদ্ধার
রাজু রায়হান,স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার কলারোয়ায় একটি কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি ককটেল উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (৮ জুন) রাত ১০টার দিকে উপজেলার কাজিরহাট ইউনাইটেড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পশ্চিম পার্শ্বে কালভার্টের নিচ থেকে এসব ককটেল উদ্ধার করা হয় বলে জানান র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এএসপি মাহাবুব উল-আলম৷
তিনি গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর লাল কসটিপ মোড়ানো ৩টি ককটেল সাদৃশ্য বোমা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং-৪২৬
Leave a Reply