1. nazmulrj40@gmail.com : md nazmul : md nazmul
  2. mizansatkhirapress@gmail.com : Satkhira Barta : Satkhira Barta
  3. tasahmed7@gmail.com : satkhira barta : satkhira barta
  4. shohaghassan0912@gamil.com : মোহনা নিউজ : মোহনা নিউজ
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন

কলারোয়ার বাগুড়ি-বেলতলা আমের হাট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসার

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মে, ২০২১
  • ২২৬ Time View

কলারোয়ার বাগুড়ি-বেলতলা আমের হাট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার বাগুড়ি-বেলতলার আমের হাট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। রোববার সকাল ১০টার দিক বাগুড়ি-বেলতলার হাট পরিদর্শন করেন ওই কর্মকর্তারা। এসময় করোনা পরিস্থিতিতে নিরাপদ আম বাজারজাতকরণ দেখে ওই কর্তকর্তারা সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন-বাগুড়ি-বেলতলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি ইউপি সদস্য নাসির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, উপ-সহকারী কৃষি অফিসারন একেএম মামুনুর রশিদ, মৃনাল কান্তি সরকার, গোলাম রসুল, এএসআই নুরুজ্জামান, আম ব্যবসায়ী শরিফুল ইসলাম, এসআর এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার আম ব্যবসয়ী ও ইউপি সদস্য সাইফুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য-এখানকার ব্যবসায়ীরা সরকারি আদেশ মেনে ও স্বাস্থ্যবিধি মেনে সঠিক সময়ে আম বাজারজাত করছেন। বর্তমানে গোবিন্দভোগ আম ভাঙা শুরু হয়েছে। বাজারে এই আমের প্রতি মণ যাচ্ছে-১৮০০শ থেকে ২০০০ হাজার টাকায়। স্বাস্থ্যবিধি মেনে এই হাটে চাষীরা নিয্য মূল্যে আম বিক্রয় করছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, বাইরে থেকে যারা আম কিনতে আসবেন, তাদেরকে কমপক্ষে তিন দিন কোয়ারিন্টিনে থাকতে হবে। এছাড়া আম চাষিদের সুবিধার্থে ২১মে হিমসাগর, ২৭মে ল্যাংড়া, ৪জুন আম্রপালি ভাঙার তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি আরো জানান, এবছর এখনো কলারোয়ায় ঝড়-বৃষ্টি হয়নি। তাপদাহে আম কিছুদিন আগে থেকে পরিপক্ক হয়েছে। তাই ভাঙার দিন ও তারিখও এগিয়ে আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রধান উপদেষ্টা

মো: মোশারফ হোসেন
প্রযুক্তি সহায়তায়: csoftbd