কলারোয়ায় কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ

কলারোয়ায় কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলায় কৃষকদের মান উন্নায়নে চাষাবাদের জন্য কন্দাল চাষের বিষয়ে কৃষকদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩মে) একদিনের এই প্রশিক্ষণ কর্মশালায় কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন-উপ-সহকারী কৃষি অফিসার তুষার কান্তি মন্ডল, আসাদুজ্জামান, দিদারুল ইসলাম প্রমুখ। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ৩০ জন কৃষক ও কৃষাণী ওই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম অনুষ্ঠানে বলেন-কন্দাল ফসল চাষের উপকারী অল্প খরচে আধিক লাভজনক ফল উৎপাদন। অল্প সময়ে অধিক ফসল উৎপাদন। কন্দাল ফসলের দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির করা যায়। পতিত জমিতে চাষে কৃষকদের উদ্বৃত্ত করণ ওই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষনে অংশ গ্রহণে কৃষকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।