কলারোয়ায় খাদ্য গুদামের ধান চাউল সংগ্রহের শুভ উদ্বোধন

কলারোয়ায় খাদ্য গুদামের ধান চাউল সংগ্রহের শুভ উদ্বোধন

আসাদুজ্জামান আসাদ সিনিয়র স্টাফ রির্পোটারঃ
শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বেলা সাড়ে ১২ টার সময় কলারোয়া খাদ্য গুদাম চত্বরে বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন,
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলার আলাইপুর গ্রামের আতিয়ার রহমানের ধান ক্রয়ের মাধ্যমে ধান ও চাল সংগ্রহের করেন। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোপাল চন্দ্র দাস, খাদ্য পরিদর্শক তৈয়েবুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা মো: আমিনুদ্দীন মোড়ল, মিল মালিক তরিকুল ইসলাম, ইলমা হোসেন জেমি ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রান্তিক চাষীরা ও মিলার বৃন্দ। এ সময় উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আমিনুদ্দীন মোড়ল সাংবাদিকদের জানান, এ বছর উপজেলার তালিকা ভুক্ত ১৩০০ জন প্রান্তিক চাষীদের নিকট থেকে ২৭ টাকা কেজি দরে ১৭৯২ মেট্রিক টন ধান ও মিলারদের নিকট থেকে ৪০ টাকা কেজি দরে ১১৯৯ মেট্রিকটন সিদ্ধ চাল ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন কোন প্রকার ঝামেলা ছাড়াই প্রকৃত কৃষক গণ তাদের উৎপাদিত ধান গুদামে বিক্রয় করতে পারবেন।