কলারোয়ায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের প্রস্তুতি সভা
মুন্না, কলারোয়াঃ কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও ৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে পৌর অডিটোরিয়ামে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ ইউনুচ আলী, অ্যাডঃ শেখ কামাল রেজা, অধ্যাপক ইউনুস আলী খান,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা,
ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন আল মাসুদ বাবু, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে,
আওয়ামী লীগ নেতা বেনজির হোসেন হেলাল, বরিউল আলম মল্লিক রবি, নাহিদ হাসান শাহিন, পৌর কাউন্সিলর শফিউল আলম শফি, রফিকুল ইসলাম, আকিমুদ্দীন আকি, মেজবাহউদ্দীন নিলু, জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ নেতা সঞ্জয় সাহা, মোস্তাক আহমেদসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
Leave a Reply