কলারোয়ায় সরকারী স্কুলের একটি পাড়ায় ৪জন আহত।। থানায় অভিযোগ
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার আহসাননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক আম গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে নারী পুরুষ সহ ৪জন আহত হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। জানা গেছে- উপজেলার আহসাননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক আম গাছ থেকে ১টি আম পাড়েন ওই গ্রামের ভ্যান চালক খলিলুর রহমানের ছেলে নয়ন কবির (১৮)। পরে ওই স্কুলের পরিতাক্ত রুমের আশ্রায় থাকা হানিফ ও তার স্ত্রী হালিমা খাতুন আম পাড়া নিয়ে নয়ন হোসেন কে একা পেয়ে গাল মন্দ করে কিল চড় ও থাপ্পড় মারে। এক পর্যায়ে নয়ন হোসেনে বোন সপ্না খাতুন (২০) এঘটনার প্রতিবাদ করাতে তারা তাকেও ধরে কিল চড় মেরে আহত করে। খবর পেয়ে ভ্যান চালকের স্ত্রী মুসলিমা খাতুন (৫০) ও পুত্রবধু সাদিয়া খাতুন (২৬) এগিয়ে এসে তাদের বাচানোর চেষ্ট করিলে তাদের দুজনকে ধরে আল আমিন, জুব্বার মোড়ল, হানিফ, বকুল খাতুন, সম্পা খাতুন, হালিমা খাতুন সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসী কায়দায় ঝাপিয়ে পড়ে এলোপাতাড়ী ভাবে মারপিট করে আহত। এঘটনায় শনিবার সকালে ভ্যান চালক খলিলুর রহমান বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
Leave a Reply