কলারোয়ায় সাংবাদিক আইয়ুব হোসেনের পুত্র বাবু’র ইন্তেকাল

কলারোয়ায় সাংবাদিক আইয়ুব হোসেনের পুত্র বাবু’র ইন্তেকাল

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় সাংবাদিক আইয়ুব হোসেনের বড় ছেলে বাবু (১৬)
ইন্তেকাল করেছেন। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার
কলারোয়ার খোরদো প্রতিনিধি প্রবীন সাংবাদিক আইয়ুবের পুত্র বাবু উপজেলার
খোরদোর একটি বেসরকারি ক্লিনিকে সোমবার দিবাগত রাত ২টার দিকে (মঙ্গলবার)
তিনি মারা যান (ইন্না..রাজিউন)।

তিনি দীর্ঘ ৪বছর দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। পুত্রহারা শোকাহত পিতা সাংবাদিক আইয়ুব হোসেন জানান, ‘দলুইপুর গ্রামের বাড়িতে রাত দেড়টার দিকে বারবার বমি করতে থাকলে বাবুকে তাৎক্ষনিক পার্শ্ববর্তী খোরদো বাজারের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢোলে পড়ে সে।’ মঙ্গলবার(৮ জুন) দুপুরে জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। সাংবাদিক আলী হোসেন, মেহেদী মাসুদসহ স্থানীয় মুসল্লির এতে অংশ নেন।

আইয়ুব হোসেন দীর্ঘদিন পত্রদূত পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মরত। তিনি কলারোয়া রিপোর্টার্স ক্লাবের অন্যতম সদস্য। প্রবীন ও জ্যেষ্ঠ এই সংবাদিক ও তার পরিবার পুত্র হারিয়ে শোকে মুহ্য। এদিকে, সাংবাদিক পুত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলারোয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *