কলারোয়ায় সেবা’র অক্সিজেন সেবায় সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকীর অক্সিজেন সেট প্রদান

কলারোয়ায় সেবা’র অক্সিজেন সেবায় সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকীর অক্সিজেন সেট প্রদান

আসাদুজ্জামান আসাদ স্টাফ রির্পোটারঃ কলারোয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা’ অক্সিজেন সেবায় অক্সিজেন সিলিন্ডার সেট প্রদান করেছেন কলারোয়ার দুই তরুণ চিকিৎসক ডাক্তার নাঈম সিদ্দিকী ও ডাক্তার তানভীর সিদ্দিকীর গর্বিত পিতা তালা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকী। শনিবার সকাল ১০ টায় কলারোয়া প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে অক্সিজেন সিলিন্ডার সেট সেবার কর্মকর্তা ও সাংবাদিক নেতাদের হাতে তুলে দেন সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন সেবা’র উপদেষ্টা অ্যাডঃ শেখ কামাল রেজা, আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কোষাধ্যক্ষ এম এ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সৎকার টিমের সদস্য লক্ষ্মণ বিশ্বাস, সেবার দাফন টিমের সদস্য মিয়া ফারুক হোসেন স্বপন, এটিএম মাহফুজ, ইমন হাবিব, শিক্ষক ইমাম হোসেন প্রমুখ।
এই অক্সিজেন সিলিন্ডার সেট প্রদান করায় সেবার পক্ষ থেকে দাতাদের ধন্যবাদ জানানো হয়। তরুণ চিকিৎসকদ্বয়ের গর্বিত পিতা সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকী ও তাঁদের গর্বিত মাতা কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুলতানা কামরুন্নেসা কোভিড-১৯ সময়কালীন সময়ে সেবা’র পাশে থাকার আশ্বাস দেন। অক্সিজেন সিলিন্ডার নিয়ে অসহায়, দরিদ্র মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা’র অক্সিজেন সেবা পথচলা শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *