কলারোয়ায় ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

কলারোয়ায় ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরা পুলিশ সুপারের দিক নির্দেশনায়
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তত্ত্বাবধানে জনাব মোঃ ইয়াছিন আলম চৌধুরী, আফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা সাতক্ষীরার নের্তৃত্বে এসআই/মোঃ মুনিরুল ইসলাম , এএসআই/মোঃ ফজলুল করিম, কং/৫৪৮ মোহাম্মদ আলী ও কং/৯০৭ আল মামুন কর্তৃক ইং২২.০৫.২১ তারিখ রাত্রি ২০.৩০ ঘটিকায় আসামী ১/ হাফিজুর রহমান (৪০), পিং-মৃত সফর আলী, ২/ শুকুর আলী মিস্ত্রি, পিং-জামাত আলী, সর্বসাং-তুলশীডাঙ্গা, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাদ্বয়কে অত্র জেলার কলারোয়া থানাধীন তুলশীডাঙ্গা গোডাউনের মোড় সংলগ্ন জনৈক সুকুমার দাসের ফলের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ০১ (এক) কেজি ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ আটক করে। অদ‍্য ২৩.০৫.২০২১ তারিখ সকাল ০৯.০০ ঘটিকায় বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সুত্রে জানা যায় তুলসীডাংগা গ্রামে মাদকের অভয়ারণ্য। হাট বাজারের মত গাঁজা বিক্রয় হয় অল্প বয়সের ছেলেরা বেশি,বিভিন্ন কৌশলে গাঁজা কেনা বেঁচা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *