কলারোয়ায় ২৩টি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা ও কলম বিতরণ
জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে ২৩টি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা ও কলম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের রুমে ওই সব বিতরণ করা হয়। ২০১৯-২০ অর্থ বৎসরে উপজেলা উন্নয়ন তহবিল (রাজস্ব উদ্ধৃত্ত) প্রকল্পের আওতায় উপজেলার ২৩টি প্রতিবন্ধী স্কুলে ওই সব মালামাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। ব্যাগ, খাতা ও কলম প্রাপ্তির স্কুলের মধ্যে রয়েছে-গণমৈত্রী প্রতিবন্ধী স্কুল-১৫টি, বেত্রাবতি প্রতিবন্ধী স্কুল-১৫টি, রিডো প্রতিবন্ধী স্কুল-১৫টি, হাজী ইয়াসসিন অটিষ্টিক ও প্রতিবন্ধী স্কুল-১০টি, হাজী সাবান আরী অটিষ্টিক ও প্রতিবন্ধী স্কুল-১০টি, দামোদারকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়-৮টি, দেয়াড়া সরকারি প্রাথমিত বিদ্যালয়-৮টি, রামকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যলয় (১নং জয়নগর)-৮টি, যুগিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়-১০টি, মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়-১টি, ১২৩নং মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়-৮টি, রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৬নং সোনাবাড়ীয়া)-৮টি, রাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-৮টি, জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়-৫টি, আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-৫টি, বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-৫টি, বড়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়-৫টি, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-১০টি, কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-৫টি, বেলি সরকারি প্রাথমিক বিদ্যালয়-৬টি, পূর্ব বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-৫টি, হেলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়-৫টি, সোনাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-৮টি। সর্ব মোট-১৯২ টি ব্যাগ, খাতা ও কলম রয়েছে।
Leave a Reply