কলারোয়া থানায় দুইজন জ্বীনের বাদশা আটক।
কলারোয়া থানায় দুইজন জ্বীনের বাদশা আটক।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) স্যারের নির্দেশনায় কলারোয়া থানার অফিসার ইনচর্জ জনাব মীর খায়রুল কবির স্যার এবং পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মোঃ জেল্লাল হোসেন স্যারের নেতৃত্বে এসআই(নিঃ) রঞ্জন কুমার মালো, এএসআই(নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ সংগীয় ফোর্সের সহায়তায় কলারোয়া থানাধীন ঝাপাঘাট গ্রামস্থ মোঃ শেহের আলীর আমবাগানের মধ্য হইতে আসামী ১. মোঃ আব্দুল হক হাওলাদার (৪৫), পিতা- মৃত হাসেম আলী হাওলাদার স্থায়ী : গ্রাম- বেলছড়ি (স্বর্নকারটিলা) , উপজেলা/থানা- মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ২. মোঃ আব্দুর রহমান হাওলাদার (৫২), পিতা- মৃত হাসেম আলী হাওলাদার স্থায়ী : গ্রাম- ঝাপাঘাট, উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরা, বর্তমান : গ্রাম- গদখালী, উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরাদ্বয়কে ইং-২০/০৫/২০২১ তারিখ রাত্র অনুমান ০০.১৫ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। তাহাদের নিকট থেকে নগদ ৩০০০/-(তিন হাজার) টাকা, লাল সুতয় বাঁধা একটি তাবিজ, ০২(দুই) প্যাকেট সীদুঁর উদ্ধার করা হয়।