কলারোয়া থানায় ভিন্ন মামলায় ৫ জন আসামি গ্রেফতার
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) স্যারের নিদের্শনায়, কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব মীর খায়রুল কবির এবং পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মোঃ জেল্লাল হোসেন স্যারের নেতৃত্বে এসআই (নিঃ) ফরিদ হোসেন, এসআই (নিঃ) কে.এম.রেজাউল করিম,এসআই (নিঃ) রুবেল আহমেদ, এএসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিন, এএসআই (নিঃ) মোঃ নুরুজ্জামান সংগীয় ফোর্সের সহায়তায় ইং-১৬/০৪/২০২১ তারিখ রাতে অভিযান পরিচালনা করিয়া পরেয়ানা ভূক্ত আসামী ১. জাহাঙ্গীর আলম (৩৩), পিতা- রফিকুল ইসলাম স্থায়ী : গ্রাম- কাকডাঙ্গা, উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরা, বাংলাদেশ ২. আজিজুল ইসলাম (৪৮), পিতা- খায়রুল আলম স্থায়ী : গ্রাম- কেড়াগাছি, উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরা, বাংলাদেশ ৩. মিজানুর রহমান (), পিতা- আবুল হোসেন স্থায়ী : গ্রাম- গাড়াখালী, উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরা, বাংলাদেশ ৪. মোঃ সাইফুল ইসলাম (২৪), পিতা- আব্দুল বারী স্থায়ী : গ্রাম- বাকসা, উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরা, বাংলাদেশ ৫. শেখ বিল্লাল হোসেন (), পিতা- মৃত আঃ মালেক স্থায়ী : গ্রাম- কিসমত ইলি (কিসমত ইলিশপুর) , উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরা, বাংলাদেশদেরকে তাহাদের নিজ নিজ বসত বাড়ীতে গ্রেফতার করেন।