কলারোয়া পৌরসভায় ৩ প্যানেল মেয়র নির্বাচিত, মেয়রের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময়

কলারোয়া পৌরসভায় ৩ প্যানেল মেয়র নির্বাচিত, মেয়রের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় পৌরসভায় তিন প্যানেল মেয়র নির্বাচিত হয়। মঙ্গলবার (২৭এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে কলারোয়া পৌর মেয়রের অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আলোচনা সভা শেষে ৯টি ওয়ার্ডের ১২জন কাউন্সিলরের সর্বসম্মতিক্রমে প্যানেল মেয়র (১) মো: জাহাঙ্গীর হোসেন, (২) জিএম শফিউল আলম শফি (৩) ফারহানা হোসেনের নাম প্রস্তাব করা হয়। একই সাথে ওই পদে আর কোন প্রার্থী না থাকায় তাদের তিন জনের নাম ঘোষনা করেন কলারোয়া পৌর সভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। এসময় উপস্থিত ছিলেন-কলারোয়া পৌরসভার সচিব বাবু তুষার কান্তি দাস, প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, ইঞ্জিনিয়ার ওজিহুর রহমান, পৌর কাউন্সিলর জিএম শফিউল আলম শফি, মোঃ আসাদুজ্জামান তুহিন,মোঃ জাহাঙ্গীর হোসেন, ফারহানা হোসেন, সন্ধ্যা রাণী বর্মণ, দিতি বেগম, শেখ জামিল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আকিমুদ্দিন আকি, শেখ ইমাদুল ইসলাম ইমাদ, আলফাজ উদ্দিন, মেজবাহ উদ্দিন লিলু প্রমুখ। এদিকে কলারোয়া পৌরসভার তিন প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় পৌর মেয়র প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বুলবুলকে ফুলেল শুভেচ্ছা জানান কাউন্সিলর বৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *