কলারোয়া রায়টা-য় বটবৃক্ষের আঘাতে একটি বিল্ডিং অকেজো-ঘর মালিক হতাশ

কলারোয়া রায়টা-য় বটবৃক্ষের আঘাতে একটি বিল্ডিং অকেজো-ঘর মালিক হতাশ

নিউজ ডেক্স: কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের রাইটা গ্রামের প্রাচীন বটগাছটি মানুষের গলার কাটা। পার্শ্ববর্তী জমির মালিকরা বারবার অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেননি মায়ারানীর পরিবারের সদস্যরা। ২০২০ সালে আম্পান ঝড়ে গাছের উপরের অংশ ভেঙে পড়ে পার্শ্ববর্তী আরশাদ আলীর ঘরের উপর। সেই ঘরটি জরাজীর্ণ অবস্থায় থাকলেও কোনো ক্ষতি পূরণ পাননি। সে সময় থেকে সতর্ক করে আসছেন কামরুল হাসান। রবিবার (৬ জুন) বেলা সাড়ে ৪টায় বটগাছের একাংশ ভেঙে পড়ে আরেক পাশের জমির মালিক কামরুল হাসানের বাড়ির ছাদে। ভেঙে যায় বিল্ডিংয়ের বিভিন্ন অংশ। গাছ পড়ার কারণে তার বিল্ডিংটি অকেজো হয়ে গেছে। এ বিষয়ে কামরুল হাসান মায়ারানী বসুকে অভিযুক্ত করে কলারোয়া থানায় একটি অভিযোগ করেছেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খাইরুল কবির সাংবাদিকদের জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনত ব্যবস্থা নেওয়া হবে।