কলারোয়া শহীদমিনার সংলগ্ন মেইন রাস্তায় কভারভ্যানের সাথে মোটরসাইকেল সংঘর্ষ
নিউজ ডেস্কঃ আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ঃ৪৫ মিনিটে কলারোয়া শহীদ মিনারের সামনে মেইনরাস্তায় পন্য বাহি একটি কভার ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সাতক্ষীরা থেকে ছেড়ে আসা এই কভারভ্যান যখন কলারোয়া- সরসকাঠি তিন রাস্তার সামনে আসে ঠিক তখনি সরসকাঠি সংলগ্ন রাস্তা থেকে বের হওয়া একটি মোটরসাইকেল সামনাসামনি হয়ে যায়।
মোটরসাইকেলে থাকা আরোহী মায়ের সাথে ২ বছরের একটি বাচ্চা ছিটকে পড়ে যায়।
কিন্তু কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও মোটরসাইকেলের সামনের অংশ ভেঙে যায়।
পরবর্তীতে ওই কভারভ্যানের ড্রাইভারকে ধরে
কলারোয়া রিপোর্টাস ক্লাবে বসে শান্তিচুক্তির মাধ্যমে
বিষয়টি মিমাংসা করে।
Leave a Reply