কানাডা সংস্থার অর্থায়নে দিনাজপুরে ৬৬০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে স্লিপিং কিডস বিতরণ

==============================
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি // দিনাজপুর ১৬ ফেব্রুয়ারি দিনাজপুর স্টেশন ক্লাবের টেনিস গ্রাউন্ড প্রাঙ্গনে কানাডা সংস্থা এর অর্থায়নে রোটারি ক্লাব অব দিনাজপুর ও রোটারি ক্লাব অব ঢাকা’র সহযোগিতায় এবং রোটারিয়ান সহিদুর রহমান পাটোয়ারী মোহন-এর ব্যবস্থাপনায় ৬৬০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে স্লিপিং কিডস বিতরণ করা হয়েছে।

৬৬০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে পোষাক, সাবান, জুতা, মশারি, তোষক, কম্বল, স্কুল ব্যাগ, কলম, পেন্সিল, রাবার, পেন্সিল বক্স, টিফিন বক্স, রেইন কোট, শীতের হুডি, বিছানার চাদর, বালিশ, ভেসলিন ক্রীম সহ বিভিন্ন প্রকার সামগ্রী একত্রে প্রতিটি শিশুকে (স্লিপিং কিডস) হিসেবে বিতরণ করা হয়েছে। এসকল সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ খাদিজা ইভা, সেক্রেটারি রোটারিয়ান আরিফুর রহমান, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান সহিদুর রহমান পাটোয়ারী মোহন, ৩২৮১ বাংলাদেশ এর অ্যাডিশনাল গভর্নও রোটারিয়ান একেএম আব্দুস সালাম তুহিন, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান মনোয়ারুল হক মার্শাল, রোটারিয়ান রনজিৎ কুমার সিংহ, রোটারিয়ান মোঃ মোঞ্জুরুল ইসলাম, রোটারিয়ান সাদিকুল ইসলাম কানাডা থেকে আগত রোটালিয়ান সদস্য বৃন্দ, দিনাজপুরের হাজী দানেশ শাখার রোটারেক্ট সদস্যবৃন্দ।