কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

 

লাভলী আক্তার নেত্রকোনা কেন্দুয়া প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া ঐতিহ্যবাহী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বুধবার সন্ধ্যায় মতবিনিময় সভা করেন নেত্রকোনা ৩-(কেন্দুয়া আটপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা মন্জ্ঞুর কাদের কোরাইশী।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজলের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভূঞা,
সহ সভাপতি সুনীল পোদ্দার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য রাখাল বিশ্বাস, বিজয় রজক,
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিলবাহার খান, অর্থ বিষয়ক সম্পাদক মতিউর রহমান,যুগ্ম সম্পাদক আব্দুল হাই সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ,পাঠাগার সম্পাদক লুৎফর রহমান, বিএমএফ টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল আলম দুলাল,দৈনিক ইকরা পত্রিকার প্রতিনিধিঃ নেত্রকোনা কেন্দুয়া লাভলী আক্তার, ও মানব কন্ঠ পত্রিকার কেন্দুয়া প্রতিনিধি রোকন উদ্দিনসহ, আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতারা।

তিনি এ সময় সাংবাদিকদের বলেন আগামী ১১ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগে শুভ আগমন উপলক্ষে বিভাগীয় সমাবেশ সফল করার জন্য কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের সকল গ্রামে গ্রামে গিয়ে নেতাকর্মীদের জনসভায় যোগদান করার জন্য আহবান জানান, পাশাপাশি প্রয়াত আওয়াম লীগ নেতাদের কবর জিয়ারত করেন।

তিনি আরও বলেন এ ছাড়াও নওপাড়া, মোজাফফরপুর,সান্দিকোনা, আশুজিয়া,বলাইশিমুল ইউনিয়নে বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা করেন।পর্যায়ক্রমে কেন্দুয়া আটপাড়ার সকল ইউনিয়নে নেতাকর্মীদের উজ্জীবিত করে বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কাজ করে যাব।