কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ইটভাটা বন্ধসহ ৫০ হাজার টাকা জরিমানা

কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ইটভাটা বন্ধসহ ৫০ হাজার টাকা জরিমানা

আহসান উল্লাহ বিশেষ প্রতিনিধি : – কেশবপুরে বৈধ কাগজপত্র না থাকায় মেসার্স হামজা ব্রিকস নামে একটি ইটভাটা বন্ধ করে দেওয়াসহ ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ওই ভ্রাম্যমাণ আদালত

পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের আগরহাটি এলাকায় অবৈধভাবে মেসার্স হামজা ব্রিকস ইট প্রস্তুত ও সরবরাহের কার্যক্রম চালিয়ে আসছিল। বুধবার দুপুরে ওই ইটভাটায় অভিযান পরিচালনা করলে ভাটা কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।

এ সময় ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা আইন ২০১৩ এর ৪ ধারা মোতাবেক ভাটা মালিক অনুপস্থিত থাকায় তার ম্যানেজার তপন চক্রবর্তীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ৫০ হাজার টাকা জরিমানা করাসহ ভাটাটি বন্ধের নির্দেশ দেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পেশকার ফারুক হোসেন জানান, খুলনার আপ্যায়ন কমিউনিটি সেন্টারের মালিক হুমায়ূন কবীর কয়েক বছর ধরে মেসার্স হামজা ব্রিকসের কার্যক্রম চালিয়ে আসছিল।