এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে \
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনের নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারের মোমবাতি প্রজ্জ্বলন, পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অপরদেকে উপজেলা শিশু একাডেমি আয়োজনে কেশবপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও কবিতা আবৃত্তি প্রুতযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন-এর সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়-এর সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা সৎস্য অফিসার সজিব সাহা। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম রুহুল আমিন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা এস এম তৌহিদুজ্জামান, কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান ও উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার। বক্তব্য রাখেন শিক্ষার্থী মোছালিন সানা, খাজিদা সুলতানা জিম, বুশরা ইবনাত, আনিকা জামান প্রাপ্তি প্রমুখ।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচী পলিত হয়েছে।
Leave a Reply