খেলার মাঠ উন্মুক্ত করার দাবীতে খেলোয়াড় ও শিক্ষার্থীদের মানববন্ধন
চট্টগ্রাম প্রতিনিধিঃ
১৮ই জুলাই ২০২১ তারিখ রোজ রবিবারে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ উন্মুক্ত করার দাবীতে খেলোয়াড় ও শিক্ষার্থীদের পক্ষ হতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে খেলোয়াড় ও শিক্ষার্থীরা সংবাদ মাধ্যমকে জানায় গত দুইবছর যাবত খেলার মাঠ বন্ধ করে রাখা হয়েছে। যার কারনে এলাকার খেলোয়াড়রা অনুশীলন করতে পারতেছে না।
আরো বলেন এলাকার যুব সমাজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অবসর সময়ে খেলাধুলা করার সুযোগ না পেয়ে মোবাইলের ভিডিও গেইম, মাদক এর প্রতি আসক্ত হয়ে গেছে। এমকি কিশোর গ্যাং পর্যন্ত সৃষ্টি হয়ে যাচ্ছে।
খেলোয়াড় ও শিক্ষার্থীদের একটাই দাবী খেলার মাঠ উন্মুক্ত করে দেয়া হউক। খেলার মাঠ উন্মুক্ত করে দিয়ে যুব সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানায়।
এ বিষয়ে আরো জানা যায় গত ২৭ শে মার্চ ২০২১ তারিখে স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর আবেদন করার পরও স্কুল কতৃপক্ষ হতে স্কুলের মাঠ উন্মুক্ত করার জন্য কোন ধরনের পদক্ষেপ নেয়া হয় নাই।
Leave a Reply