গলাচিপার উলানিয়া বাজারে বনিক সমিতি নিয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
সুমন মালি ঃ
পটুয়াখালী প্রতিনিধি
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজারে বনিক সমিতি নিয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১২ ই জানুয়ারি রাত ৮ টায় রতনদী তালতলী ইউনিয়ন পরিষদ হলরুমে উলানিয়া বাজার বনিক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর পারভেজ এর সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন। বিশেষ অতিথি ছিলেন ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায়,বনিক সমিতির সাধারণ সম্পাদক বাদল শর্মা, রতনদী তালতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শাকিল খান, রতনদী তালতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহিন আজম। এছাড়াও সভা আরো উপস্থিত ছিলেন বনিক সমিতির নেতৃবৃন্দসহ বাজারের দোকান মালিক ও স্থানীয় সুধিজন এবং গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।