গাইবান্ধায় “দৈনিক নাগরিক ভাবনা” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

 

সাহিম রেজা, গাইবান্ধা থেকেঃ
ঢাকা থেকে প্রকাশিত মিডিয়াভুক্ত জাতীয় পত্রিকা “দৈনিক নাগরিক ভাবনা” ৩ বর্ষপূর্তি ও ৪ বর্ষে পদার্পন করায় গাইবান্ধায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ মার্চ) দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক নাগরিক ভাবনা’র গাইবান্ধা স্টাফ রিপোর্টার সাহিম রেজা এর সভাপতিত্বে উক্ত কেক কাটা ও আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির গাইবান্ধা প্রতিনিধি খালেদ হোসেন, প্রথম আলো’র গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহিন তোতা, বাংলা ভিসন টিভির গাইবান্ধা প্রতিনিধি ফিরোজ কবির মিলন, ঢাকা টাইমস গাইবান্ধা প্রতিনিধি জাভেদ হোসেন, ডেল্টা টাইমস গাইবান্ধা প্রতিনিধি মজিবুল হক ছানা, সিএনএন বাংলা টিভির ফারহান শেখ, সকালের সময়ের সাইফুল মিলন, সময় টিভির ক্যামেরা পারসন সাগর আহম্মেদ, এশিয়ান টিভির ক্যামেরা পারসন ওবায়দুল ইসলাম, নাগরিক ভাবনা পত্রিকার ফুলছড়ি প্রতিনিধি রিপন মিয়া, সাংবাদিক তৌহিদুর রহমান দুখু, মজিবর রহমান, নুরুল ইসলাম, শামীম রেজা, জুয়েল মিয়া, অপু রমিও, মাইদুল ইসলাম, ময়নুল হুদা, মানবাধিকার কর্মী রিয়ন ইসলাম বিজলী, লাকি দিসা সহ প্রমুখ।

অতিথিরা “দৈনিক নাগরিক ভাবনা” পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করে বক্তব্য রাখেন। পরে অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।