ঘোড়াঘাটে কঙ্কাল চুরির ঘটনায় পুলিশ সুপারের কবরস্থান পরিদর্শন

মোঃ জাহিদহোসেন, দিনাজপুর প্রতিনিধি ।।
দিনাজপুরের ঘোড়াঘাটে একই রাতে ৬টি কঙ্কাল উধাও ঘটনায় কবরস্থান পরিদর্শন করেছেন ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির।

সোমবার দুপুর ২টায় পৌরসভা এলাকার বাগান বাড়িতে অবস্থিত কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে ওই ৬টি কবর পরিদর্শন করেন। এ সময় সহকারী পুলিশ সুপার জানান,আমরা কবরস্থানে গিয়ে ওই ৬টি কবর দেখেছি। এখন কবরস্থ ব্যক্তির আত্নীয়দের সাথে কথা বলার পর অনুমতি নিয়ে অতি শীঘ্রই কবরগুলো যাচাই করে দেখবো। দেখার পর এর সত্যতা সম্পর্কে জানতে পারবো। আগামীকালের মধ্যেই এই যাছাই সম্পূর্ণ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির, ওসি তদন্ত জয়ন্ত কুমার সাহা, এসআই মোজাফফর রহমান, কবরস্থান সংলগ্ন মসজিদের সভাপতি মুন্জু, সেক্রেটারি চঞ্চলসহ স্থানীয় মুসল্লিরা। এর আগে রবিবার
৪ মার্চ) শনিবার দিবাগত রাতে ঘোড়াঘাট পৌর সভার বাগান বাড়ি কেন্দ্রীয় কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি হয়। ৫ মার্চ রবিবার বিকেলে ভূট্ট নামের এক ব্যক্তি আম বাগান পরিচর্যা করতে যেয়ে কবরগুলো খুঁড়া দেখতে পান।