চড়ক পূজা উপলক্ষে ব্যতিক্রমী সন্ন্যাস আয়োজন করেছে হাউলী শিব মন্দির পূজা উদযাপন কমিটি

পাইকগাছা প্রতিনিধি,

প্রায় দুইশো বছর পুরানো মন্দিরে প্রতিবছরের ন্যায় বাংলা নববর্ষের একুশে বৈশাখ শুরু হয়ে ৩১ শে বৈশাখে শেষ হয়, এবার ভিন্ন ধরনের ব্যতিক্রমী কিছু খেজুর সন্ন্যাস, কাটা সন্ন্যাস, খাড়া সন্ন্যাস, বান সন্ন্যাস, সহ বিভিন্ন ধরনের আয়োজন করেছে সাতক্ষীরা ও খুলনা সীমান্তবর্তী কপিলমুনি হাউলী শিউলি শিবমন্দির আয়োজক ও সন্ন্যাসী ভক্তবৃন্দরা।
এ অনুষ্ঠানটি কপিলমুনি কলেজ প্রভাষ ও পূজা উদযাপন কমিটির সভাপতি যতীন্দ্রনাথ বিশ্বাস জ্যোতির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ পাইকগাছা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দমোহন বিশ্বাস , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই নম্বর কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাওসার আলী জোয়ারদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জগদীশচন্দ্র দে, কপিলমুনি
কলেজের অধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল এছাড়া আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবন্ধসহ উপস্থিত সকল দর্শনার্থীরা ।