চাঁপাইনবাবগঞ্জে চোর চক্রের দুই সদস্য র‌্যাব -৫ এর হাতে গ্রেফতার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
গ্রেফতারকৃত আসামিরা চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে অটোরিকশা, মোটরসাইকেল চুরি করে বিভিন্ন খোলা অংশ ভিন্ন ভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। তবে শেষ রক্ষা হলো না ১৯ মার্চ বিকেলে সদর উপজেলা সেলিমাবাদ দেওয়ান জায়গীর এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে চোর চক্রের দুইজন সক্রিয় সদস্য আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামি হচ্ছেন শিবগঞ্জ উপজেলার
চকদৌলতপুর গ্রামের বিপ্লব আলী (২৬), চর হাসানপুর গ্রামের রায়হান (২১) কে হাতেনাতে গ্রেফতার করে।
র‌্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। গত ১৫ই মার্চ একটি মটরসাইকেল হারিয়ে যায়। খোঁজাখুঁজি পর না পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিকেলে একটি চুরির মামলা দায়ের করে। পরবর্তীতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এর প্রেক্ষিতে মঙ্গলবার ১৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতা সহ দুইজন সক্রিয় সদস্যকে চোরাই মোটরসাইকেল সহ র‌্যাবের আভিযানিক দল হাতেনাতে গ্রেফতার করে। এ চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার জন্য র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।