1. nazmulrj40@gmail.com : md nazmul : md nazmul
  2. mizansatkhirapress@gmail.com : Satkhira Barta : Satkhira Barta
  3. tasahmed7@gmail.com : satkhira barta : satkhira barta
  4. shohaghassan0912@gamil.com : মোহনা নিউজ : মোহনা নিউজ
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন র‍্যাব-৫ এর কোম্পানী কমান্ডার

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৬৫ Time View

ইমাম হাসান জুয়েল ,চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন র‍্যাব-৫ এর কমান্ডার মারুফুল ইসলাম।
শনিবার (২১ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় পূজা মন্ডপসহ জেলার অন্যান্য উপজেলার পুজা মন্ডপ পরিদর্শন করেন।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৫ (কোম্পানী কমান্ডার সিপিসি-১) মেজর মারুফুল ইসলম বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজা মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে পর্যবেক্ষণ করবে। সেই সাথে সনাতন ধর্মাবলম্বীদের শান্তি প্রিয়ভাবে পূজা করতে পারে এবং কোথাও কোন যেন বিশৃঙ্খলা না ঘটে তার জন্য র‌্যাব প্রস্তুত আছে। এ ছাড়াও জেলা পূজা উদযাপন কমিটিকে সঠিক দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
এ সময় উপহার স্বরুপ পুজা উদযাপন কমিটির নিকট বিভিন্ন ধরণের ফলের ঝুড়ি হস্তান্তর করেন মেজর মারুফুল ইসলাম।
এ সময় মেজর মারুফুল ইসলাম এর সাথে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, ডিএডি আজিজ মিয়াজি ও ডিএডি রাসেল মিয়া, সার্জেন্ট রাসেল, এএসআই কালাম সহ আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য কমল কুমার ত্রিবেদি, চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরাণী মন্দির কমিটির সভাপতি বাসুদেব নন্দী, সম্পাদক অজিত কুমার দাস, রনী নন্দী, রাধা বল্লব কর্মকার, কার্তিক নন্দী।
শিবগঞ্জ উপজেলা রাধাগবিন্দ মন্দিরের সভাপতি প্রভাত প্রামাণিক, সহ-সভাপতি শুভ কুমার, মন্দির সম্পাদক রিপন কুমার দাস, মন্দির সদস্য দেবকান্ত প্রামানিক, কোষাধ্যক্ষ সন্দিপ কুমার দাসসহ র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এর কর্মকর্তা কর্মচারীগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রধান উপদেষ্টা

মো: মোশারফ হোসেন
প্রযুক্তি সহায়তায়: csoftbd