আব্দুল জাহির মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে বাক প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মোঃ ফারজু মিয়া (২১) উপজেলার ৮ নম্বর সাঁটিয়াজুরী ইউপির কাজিরখিল গ্রামের মোঃ আব্দুন নুর মিয়া পুত্র।
জানা গেছে,ভিকটিমের ১ মাস ১০ দিন আগে উপজেলার ৯ নম্বর রাণীগাঁও ইউপির কালেঙ্গা এলাকায় মোঃ হারুন মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের ৩ মাস আগেই ভিকটিমের সাথে ফারজু মিয়ার পরিচয় হয়। একপর্যায়ে ওই কিশোরীকে ধর্ষণ করে ফারজু মিয়া। সোমবার ভিকটিমকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ওই কিশোরী গর্ভবর্তী হিসাবে শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত হয়ে ভিকটিমের পিতা মঙ্গলবার সকালে বাদী হয়ে চুনারুঘাট থানায় ফারজু মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা করে।
অভিযোগ পেয়ে চুনারুঘাট থানা পুলিশ দুপুরে ফারজু মিয়াকে গ্রেপ্তার করেছে। চুনারুঘাট থানার এসআই ফজলে রাব্বি বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃত ফারজু মিয়া এই ঘটনার বিষয়টি স্বীকার করেছে। বিকেলে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।
Leave a Reply