চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর চা বাগানের ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন বুধবার (১৫ মার্চ) উৎসবের শুভসূচনা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টায় শ্রীমদ্ভাগবদগীতা পাঠ, আলোচক সত্যব্রত ভট্টাচার্য দিপক সিলেট , রাত ১০ টায় শ্রীশ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তনের শুভ অধিবাস পরিচালনায় শান্ত প্রসাদ চৌহান।
শুক্রবার ব্রাহ্মমুহুর্তে ২৪ প্রহরব্যাপী নাম সংকীর্তন শুভারম্ভ। রবিবার দুপুর ১২টায় মহাপ্রভুর ভোগরাগ তৎপর মহাপ্রসাদ বিতরণ। সোমবার অরুণোদয়ে নামকীর্তনসহ নগর পরিক্রমা, দুপুর ২ টায় দধিভাণ্ড ভঞ্জন, হরির লুট ও তৎপর উৎসব সমাপন হবে।
Leave a Reply