জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা : সাতক্ষীরার আদালত পাড়ায় বিশুদ্ধ পানির অভাবে ভোগান্তিতে বিচার প্রার্থীসহ সাধারণ মানুষ ।

মোঃ আরশাদ আলী সাতক্ষীরা থেকে।

সাতক্ষীরায় তীব্র তাপদহের মধ্যে আদালত পাড়ায় আসা তৃষ্ণার্ত বিচার প্রার্থীসহ সাধারণ মানুষ গভীর নলকূপ না থাকায়  বিশুদ্ধ খাবার পানির অভাবে অসহনীয় ভোগান্তির শিকার হচ্ছে বলে সরেজমিনে ভুক্তভোগীরা অভিযোগ তুলেছেন।  জানা গেছে, সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলায়ও তীব্র গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে মানুষের জীবন। এরই মধ্যে সাতক্ষীরা আদালত পাড়ায় জেলার গন্ডি পেরিয়ে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন অসংখ্য বিচার প্রার্থীসহ সাধারণ মানুষ বিভিন্ন প্রয়োজনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভীড় করে থাকে।আদালত পাড়ায় সকাল থেকে লোকজন আসা শুরু করলেও বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপচে পড়া ভীড় পড়ে যায়।সম্প্রতি তীব্র গরমে দুপুরের দিকে সারা শহরে জনসমাগম কমে গেলেও আদালত পাড়ায় উল্টো চিত্র দেখা যাচ্ছে। দিনভর মানুষের পদচারণায় মুখরিত থাকে পুরো আদালত পাড়া।মুলতঃ সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত,জেলা প্রশাসকের কার্যালয় এবং চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত একই জায়গায় হওয়ার কারণে জনসমাগম সবসময় বেশি থাকে। কিন্তু পুরো আদালত পাড়ায় তৃষ্ণার্ত  বিচার প্রার্থীসহ সাধারণ মানুষের জন্য ব্যবহার উপযোগী একটিও গভীর নলকূপ কিংবা বিশুদ্ধ খাবার  পানির ব্যবস্থা না থাকায় তাদেরকে তীব্র গরমে  অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে একাধিক  ভুক্তভোগীরা জানিয়েছেন। আদালতে আসা বিচার প্রার্থী ধুলিহরের শাহাজান গাজী ও কালীগঞ্জের মলেঙ্গা গ্রামের আমিনুর রহমানসহ একাধিক ব্যক্তি বলেন- সকালে কোটে এসেছি এখন দুপুর ২টা বাজে কখন কাজ শেষ হবে তার কোন হদিস নেই কিন্তু এখানে বিশুদ্ধ পানির কোন ব্যবস্থা না থাকায় পানির জন্য খুব কষ্ট পাচ্ছি।এখন লেবুর শরবতই হচ্ছে তৃষ্ণা মেটানোর একমাত্র ভরসা। জেলা আইনজীবি সমিতির সামনে একটি টিউবওয়েল থাকলেও সেটি শিকল দিয়ে তালামারা থাকায় ব্যবহার করা যাচ্ছে না। গরমে হাত মুখ পুড়ে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য এড. আল মাহমুদ পলাশ জানান- আদালত পাড়া অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এলাকা হওয়ার প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষ একত্রিত হয়ে থাকে। এখানে তীব্র গরমে অতিষ্ঠ মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ৩/৪ টি গভীর নলকূপ স্থাপন করা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্য মোঃ শামীম আক্তার মিরান মুকুল জানান- বিশুদ্ধ পানির তীব্র সংকটে আদালত পাড়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।পানির অভাবে মানুষের মধ্যে হাহাকার চলছে কিন্তু এসব দেখার কেউ নেই।সচেতন মহল সাধারন মানুষের দুর্ভোগ কমাতে জেলা ও দায়রা জজ আদালত চত্বর, চীফ জুডিশিয়াল ম্যাজি: আদালত চত্বর এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের পার্কে গভীর নলকূপ স্থাপন পূর্বক জনদুর্ভোগ লাঘবে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করতে অবিলম্বে সাতক্ষীরার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।