জয়নগরে ঘেরে বিষ প্রয়োগ করে অর্ধ- কোটি টাকার ক্ষতি সাধন

কলারোয়া প্রতিনিধি :
কলারোয়া উপজেলার একটি মৎস্য ঘেরে রাতের আধারে কে বা কারা বিষ দিয়ে প্রায় অর্ধ কোটি টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে
শুত্রানুসারে জানা যায় দক্ষিন ক্ষেত্র পাড়া গ্রামের ১ নং জয়নগর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মৃত দিছারাত মোড়লের ছেলে মোঃ মাহফুজার রহমান মোড়লের একটি মৎস্য ঘেরে সিজনে বাণিজ্যিক ভাবে পাবদা মাছের চাষ করা হয়।

প্রতিদিনের ন্যায় গত ইংরেজি ১০/১০/২০২২ (সোমবার) তারিখ রাত্র আনুমানিক ১০ঘটিকার সময় মাছের ঘেরে খাওয়ার দেওয়ার পর বাড়িতে চলে আসে ইংরেজি ১১/১০/২০২২ (মঙ্গলবার) তারিখে রাত্র আনুমানিক ১ঃ৩০ মিঃ ঘটিকার সময় উক্ত ঘেরের মাছ মরে পানির ওপর ভাসিতেছিল,

তখন ঘের মালিক টের পেয়ে চিৎকার দেয় আশেপাশের মানুষ শুনতে পেয়ে গিয়ে দেখে ঘেরের মরা মাছ ভাসতেছে এবং কিছু মাছ জীবিত অবস্থায়ই থাকায় তারা অতি দ্রুত উদ্ধার করার চেষ্টা করে অবশেষে কোনো মাছ বাঁচাতে পারেনি।
ঘের মালিক জানায় আমার প্রায় তিন একর জমি ভেড়ি বাধ দিয়ে মাছ চাষ করা করেছি

সমপ্রতি এবছর পাবদা সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ চাষ করি এতে প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যায় হয়েছে যার সিজন শেষে প্রায় অর্ধ- কোটি টাকা কেনা বেচা হয়, কিন্তু আজ আমি সর্ব শান্ত ও হতাশ

ঘের মালিক আরো বলেন আমি বিভিন্ন ব্যাংক থেকে রিন নিয়ে ঘেরটিতে মাছ চাষ করেছি যা গত ১০/১০/২০২২ (সোমবার) রাত্রে আনুমানিক ১ঃ৩০ ঘটিকার সময় রোটেনাল পাওডার প্রয়োগ করেছে বলে ধারণা করা হয়েছে
যার নমুনা ঘেরের পাড়ে দেখতে পাওয়া যায়। কিন্তু আজ আমার যে এই ক্ষতি করলো সে সবচেয়ে বড় অপরাধী কারন জীব হত্যা মহা পাপ এই রকম অমানবিকতা কখনো কেও করতে পারে না
এটা তদন্ত করে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দুশিদের আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।

এই বিষয় নিয়ে থানায় একটা সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানায়।