ঝিকরগাছায় ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছায় বিজয় দিবস উপলক্ষ্যে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের শরীফপুর গ্রামের সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের আয়োজনে নিত্যানন্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার বিকাল সাড়ে ৩টার সময়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।
ঢাকা ইডেন মহিলা কলিজের সহকারী অধ্যাপক মোছাঃ নাছিমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন, বাংলাদেশ পুলিশের এন্ট্রি টেররিজম ইউনিটের ডিআইজি ও সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মনিরুজ্জামান (বিপিএম (বার), পিপিএম (বার)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর ডাঃ রওশন আরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, থানা অফিসার ইনচার্জ সুমন ভক্ত, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ মোস্তাফিজুর রহমান মুসা, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল কাদের আজাদ, সাবেক ক্রিড়া বিষয়ক সম্পাদক নাসিমুল হাব্বি শিপার, উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনশৃঙ্খলা বাহিনির সদস্য, সাংবাদকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply