ডিআইএসটি’র সনদ বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর চেম্বারের সভাপতি

ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কারিগরি শিক্ষা যথেষ্ঠ অবদান রাখবে
===========================================
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ কারিগরি শিক্ষার অবদান-উন্নত বিশ্ব যার প্রমাণ”-এই শ্লোগানকে সামনে রেখে ২৩ ডিসেম্বর শনিবার দিনাজপুর ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (ডিআইএসটি)’র আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত দুইশত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
সনদ বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল রহমান সিসি, মোহাম্মদ ইনামুল হক। সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফাইম মোহাম্মদ সজীব। বক্তারা বলেন, উত্তরের জেলা দিনাজপুরের কৃষি নির্ভর জনগোষ্ঠীর একটি বিরাট অংশ যাদের জীবন মান উন্নয়নে শুধু চাকুরী নয়, ব্যক্তি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা বিবেচনায় রেখেই ২০০৯ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে ব্যক্তি উদ্যোগে ডিআইএসটি প্রতিষ্ঠিত হয়। ২০১০-২০১১ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ২টি টেকনোলজিতে ৭৫ জন শিক্ষার্থী নিয়ে পথচলা শুরু। বর্তমানে এই প্রতিষ্ঠানে মোট টেকনোলজির সংখ্যা ৮টি ও শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২ হাজার কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে। বর্তমান যুব তথ্য ও প্রযুক্তির যুগ। সমাজ তথা রাষ্ট্রীয় জীবনে প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে তথ্য ও প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমকে আধুনিক ও গতিশীল করার জন্য তথ্য ও প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কারিগরি শিক্ষা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।