তজুমদ্দিনে ভ্রাম্যমাণ দুধ,ডিম ও মাংস বিক্রয়কেন্দ্রের সুফল পাচ্ছে জনগণ।

তজুমদ্দিনে ভ্রাম্যমাণ দুধ,ডিম ও মাংস বিক্রয়কেন্দ্রের সুফল পাচ্ছে জনগণ।

মোঃশিপন
(তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি)

ভোলার তজুমদ্দিনে সফলতার সাথে চলছে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের কার্যক্রম। উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তরের আয়োজনে কোভিড ১৯ লকডাউন পরিস্থিতিতে জনসাধারণের প্রানীজ পুষ্টি নিশ্চিত করার অংশ হিসেবে এটি বাস্তবায়িত হচ্ছে। এতে একদিকে খামার মালিকরা যেমন উপকৃত হচ্ছেন, অন্যদিকে ভোক্তারাও অপেক্ষাকৃত কম মূল্যে দুধ, ডিম ও মাংস ক্রয় করতে পারছেন।

স্থানীয় খামার মালিকদের সাথে কথা বলে জানা যায়, প্রাণিসম্পদ অধিদপ্তরের এমন উদ্যোগে পন্য পরিবহন খরচ না থাকায় বিক্রি বেশি হচ্ছে ফলে তারা অধিক লাভবান হচ্ছেন। এদিকে ক্রেতারা জানান, প্রানীসম্পদ অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে ভেজাল মুক্ত এসব দুধ, ডিম ও মাংস পরিবারের সকলের জন্য তারা নির্দ্বিধায় ক্রয় করছেন।

উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার (পিএএ) জানান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহায়তায় ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের কার্যক্রম আরো একমাস অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *