তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার সাংবাদিকরা

ক্রাইম রিপোর্টার মোঃ রায়হান কক্সবাজার

গতকাল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী টেলিভিশনের প্রতিনিধি মোঃ রায়হান নিউজ ২১ বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার এনামুল শেখ ATV সংবাদ এর আলী হায়দার দৈনিক সন্ধ্যা বানী পত্রিকার প্রতিনিধি মোজ্জামেল হক, এবং মোট৫ জন সাংবাদিক নিউজ সংগ্রহ করার জন্য কক্সবাজার খুরুশকুল তেতৈয়া ইউসুফ ফকির পারা ১ নং ওয়ার্ডে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা যখন ভিডিও করতে ছিল,তখন মোঃ হোসেন এর ছেলে সন্ত্রাসী হেলাল তার বাহিনী এসে সাংবাদিকদের ক্যামেরা নিয়ে যায়, তখন সাংবাদিক আলী হায়দার যখন ক্যামেরা উদ্ধার করার চেষ্টা করে তখন সন্ত্রাসীরা খুন করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সাংবাদিকদের উপর তাদের বাহিনীর প্রায় ২০/২৫ জন হামলা করে।এবং এই হামলায় সাংবাদিক আলী হায়দারকে মাথায় দাঁ দিয়ে আঘাত করে এবং পেটের ভিতর ছুরি ডুকিয়ে দেয় এবং মোজ্জামেল যখন আলী হায়দারকে উদ্ধার করতে যায় তখন সাংবাদিক মোজাম্মেলকে মাথায় আঘাত করলে তিনি ও মাটিতে লুটিয়ে পরেন এমতঅবস্তায় জিবনের ঝুকি নিয়ে সহকর্মীরা তখন মোজাম্মেল এবং আলী হায়দারকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন কিন্তু সদর হাসপাতালের ডাক্তার আলী হায়দারের অবস্থা আশঙ্কাজনক দেখে আলী হায়দারকে চট্টগ্রাম হাসপাতালে পাঠিয় দেন।এই হামলায় সাংবাদিকদের ২ টি ক্যামেরা এবং ২ টি মেবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান হেলাল এবং তার সন্ত্রাসী বাহিনী।