তালার কুমিরা বাজারে তিন ট্রাক ও ইমাদ পরিবহন মুখ -মুখি সংঘর্ষ
নব কুমার দে,তালা থেকে :
সাতক্ষীরা জেলার তালা উপজেলার কুমিরা বাসস্ট্যাণ্ডে খুলনা- সাতক্ষীরা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় মালবাহী ট্রাক ও পরিবহন মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) রাত তিনটার সময় মালবাহী খুলনাগামী ঢাকা মেট্রো ট ২২২৮০৪ ও সাতক্ষীরাগামী ঢাকা মেট্রো ট ২২৪৬৫০ ট্রাকের সংঘর্ষে ট্রাক দুই টি দুমড়ে মুচড়ে গেছে।
এদিকে একই স্থানে সোমবার দুপুর আড়াই সময় পাথর বাহী ডাম্পার ট্রাক দশ চাকার যার নাম্বার ঢাকা মেট্রো ট ১৩-৬১৫৪
ভোমরা থেকে খুলনা অভিমুখে বিপরীত দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহন ঢাকা মেট্রো ব ১৫৮৮০০ মুখ -মুখি সংঘর্ষ হয়। ইমাদ পরিবহনে থাকা কয়েক জন যাএী আহত হয়েছে। ১০ চাকার পাথর বোঝায় ডাম্পারটি কুমিরা বাজারে শ্রী শ্রী কালি পূজার প্যাণ্ডেল ভেঙে পূজা মণ্ডপের ভিতর ঢুকে যায়। দ্বিতীয় দূর্ঘটনা হাইওয়ে পুলিশের উপস্থিতিতেই ঘটে যায়।