তাহিরপুরে মানবজমিনের রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি: দেশের অন্যতম পাঠকপ্রিয় পত্রিকা ‘দৈনিক মানবজমিন’ এর দুই যুগ পেরিয়ে তিন যুগে পর্দাপন উপলক্ষে তাহিরপুরে রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স হল রুমে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে সাংবাদিক, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, ব্যাবসায়ী ও সুশীল ব্যক্তিবর্গ অংশ নেন।
দৈনিক মানবজমিন প্রতিনিধি এম.এ রাজ্জাকের সভাপতিত্বে রজতজয়ন্তী উৎসবে কেক কাটা শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক আমিনুল ইসলাম, রমেন্দ্র নারায়ণ বৈশাখ, বাবরুল হাসান বাবলু, আবুল হোসেন, কামাল হোসেন রাফি, জাহাঙ্গীর আলম ভূইয়া, আবির হাসান- মানিক, সামসুল আলম আখঞ্জি টিটু, সৈকত হাসান, শফিকুল ইসলাম স্বাধীন, আবুল কাসেম, রুখন উদ্দিন, এম এ মান্নান, ইউপি সদস্য তোজাম্মিল হোসেন নাসরুম প্রমূখ।
Leave a Reply